রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষ্যে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা ও ব্লাড এবং প্লাজমা ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪ টায় মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে হোসেন বাদশা, এমপি, রাজশাহী-২ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গল প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি।
সকালে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি নওগাঁ জেলার আত্রাই গান্ধী আশ্রমে গিয়েছেন এবং মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেন। সেখানে তিনি মহাত্মা গান্ধীর জীবনী, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
২০১৯ বছর রাজশাহী কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় 2৫ জন এবং ২০২০ সালে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০ জন রক্ত প্রদান করেন। এ বছর উক্ত উনুষ্ঠানে প্রায় ১০০ জনের বেশি লোক রক্ত এবং প্লাজমা প্রদান করেন। এই অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।
বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ভারতীয় হাইকমিশন যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’র আয়োজন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
উল্লেখ্য, পরবর্তীতে এই প্রদর্শনী রাজশাহীতে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত পদ্মা লাইব্রেরি, তালাইমারীতে প্রদর্শিত হবে।